• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

গাড়িতেই জীবন্ত দগ্ধ এনসিপি নেতা

শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগে নাসিক হাইওয়ের ওপর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এনসিপি নেতা সঞ্জয় শিন্ডের। তাঁর আঙুর বিদেশে রফতানি করার ব্যবসা। 

প্রতিকি ছবি (Photo: IANS)

শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগে নাসিক হাইওয়ের ওপর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এনসিপি নেতা সঞ্জয় শিন্ডের। তাঁর আঙুর বিদেশে রফতানি করার ব্যবসা। 

সূত্রে খবর, মঙ্গলবার নাসিকের পিম্পলগাঁও যাচ্ছিলেন আঙুর খেতের কীটনাশক কিনতে। সন্ধ্যায় মুম্বই-আগ্রা হাইওয়ে ধরে যাওয়ার সময় কাভাড়া নদীর কাছে এক ওভার ব্রিজ সংলগ্ন বসন্ত টোলপ্লাজার কাছে আসতেই শর্ট সার্কিট থেকে গাড়িটিতে আগুন লাগে।

Advertisement

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গাড়ির শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি তৈরি হয়। তা গাড়িতে রাখা স্যানিটাইজারে পড়তেই গাড়িতে আগুন লাগে। আগুন লাগতেই গাড়ির সেন্ট্রাল লকিং সিস্টেম অ্যাকটিভেট হয়ে দরজা জ্যাম করে দেয়। ফলে বাইরে বেরিয়ে আসতে ব্যর্থ হন সঞ্জয় শিন্ডে। 

Advertisement

গাড়িতে আগুন লেগেছে দেখে এলাকার মানুষ তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। ডাকা হয় দমকলকেও। কিন্তু আগুন নেভানাে গেলেও এনসিপি নেতাকে বাঁচনাে যায়নি।

Advertisement