• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রেডিওর শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট আরামবাগে

রেডিও চালাতে গিয়ে সর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হন বছর চল্লিশেকের প্রসাদ দাস। আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘােষণা করা হয়।

প্রতিনিধিত্বমূলক ছবি (Photo: Getty Images)

রেডিও চালাতে গিয়ে সর্ট সার্কিট হয়ে গুরুতর আহত হন বছর চল্লিশেকের প্রসাদ দাস নামে এক ব্যক্তি। আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘােষণা করা হয়। তাঁর বাড়ি আরামবাগের ব্রজমোহনপুর গ্রামে। তিনি পেশায় তাঁত বােনার কাজ করতেন। ঘটনায় শােকের ছায়া সারা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর সকালে মাঠ থেকে ফিরে তাঁত বুনতে বসেছিলেন প্রসাদ দাস। তাঁর এফএম রেডিও চালাতে গেলে সেটি সর্ট সার্কিট হয়ে থাকায় জোরালােভাবে শক লাগে।

Advertisement

তৎক্ষণাৎ ইলেক্টিকের মেন সুইচ অফ করে দেন বাড়ির লােকেরা। তাতেও শেষ রক্ষা হয় নি। আরামবাগ হাসপাতালে নিয়ে এলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement