• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গেইল ও মুজিব খুব শীঘ্রই মাঠে নামবেন: ওয়াসিম জাফর

পাঞ্জাব দলের তুরুপের তাস মুজিব উর রহমান এবং ক্রিস গেইলকে কবে খেলানাে হবে সে বিষয়ে জানালেন দলের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর।

ক্রিস গেইল (Photo: Surjeet Yadav/IANS)

ভালাে পারফরমেন্স করে দেখানাের পরও কিংস ইলেভেন পাঞ্জাবকে হারের মুখ দেখতে হচ্ছে বার বার। কি ভুলত্রুটি রয়েছে দলের মধ্যে সেটা এখনও খুঁজে উঠতে পারছেন না কোচ কুম্বলে ও অধিনায়ক রাহুল।

তবে পাঞ্জাব দলের তুরুপের তাস মুজিব উর রহমান এবং ক্রিস গেইলকে কবে খেলানাে হবে সে বিষয়ে জানালেন দলের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর।

Advertisement

তিনি বলেন, কিছুদিনের মধ্যেই আমরা আমাদের দলের মধ্যে পরিবর্তন আনবো সেখানেই এই দুই তারকাদের খেলানো হবে। আমরা যথেষ্ট ভাল খেলছি। কিন্তু ভাগ্য সাত না দেওয়ায় আমাদের পরাজিত হতে হচ্ছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আগামী ম্যাচগুলোতে আর সেই ভুলটা দেখতে পাবেন না। আমরা আমাদের সেরা যেমন মেলে ধরেছি এবার জয় তুলে নেব।

Advertisement

Advertisement