করোনা কাউকে ছাড়ছে না। যেকোনাে মানুষকে আক্রমণ করছে করোনা। করােনার থাবা এখন উপসর্গহীন হয়ে গিয়েছে।তবে চিকিৎসকদের ভাষায় করেনা এখন আগের থেকে অনেকটাই শক্তি ক্ষয় করেছে।
এদিকে কিংবদন্তী ফুটবলার দিয়াগো মারাদোনার করােনা টেস্ট করানো হয়েছিল। মঙ্গলবার মারাদোনার করোনা রিপাের্ট নেগেটিভ এসেছে। ফুটবলের রাজপুত্রের বয়স এখন ৫৯ বছর। বয়সের সঙ্গে সঙ্গে করােনা সংক্রমণের ঝুঁকি ছিল। আর সেই আশার জন্যই মারাদোনার করােনা টেস্ট করানাে হয়েছিল।
Advertisement
সম্প্রতি মারাদোনা তার এক বন্ধুর সঙ্গে কোলাকুলি করেছিলেন । যার শরীরে করােনা পজিটিভ ধরা পড়েছিল। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই মারাদোনার করােনা টেস্ট করানো হয়েছিল। মারাদোনার করােনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তার আইনজীবি মাতিয়াস মােরলাে ।
Advertisement
তিনি টুইটে লেপন, মারাদোনার করোনা পরীক্ষার রিপাের্ট নেগেটিভ এসেছে। মারাদোনাকে শুভকামনা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাই । সকলে নিরাপদে থাকুন।
Advertisement



