ওবেসিটি বা মােটা মানুষদের বিপদ বেশি বলে ভাইটাল স্ট্রাটেজিস সংস্থার এক সমীক্ষায় জানা গিয়েছে। প্রায় আটচল্লিশ শতাংশ বেশি করােনা আত্রান্ত হওয়ার সম্ভাবনা মােটা মানুষদের। সে কারণে বিশেষজ্ঞ চিকিৎসক নন্দিতা মুকুটলে জানিয়েছেন, দেহের অতিরিক্ত মেদ ঝরাতে নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ জরুরি|
Advertisement
Advertisement



