বাংলায় করােনার কাঁপুনি অব্যাহত। প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে নেত – মন্ত্রী কেউই বাদ যাচ্ছেন না করােনার হানা থেকে। এবার করােনা পৌঁছে গেল খােদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শনিবার হাথরাস প্রতিবাদ সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, যে ছেলেটি তাঁর বাড়িতে চা দেয়, তার করােনা হয়েছে। এমনকি যিনি মুখ্যমন্ত্রীর অফিসে ফোন ধরেন, তারও করােনা হয়েছে। করােনায় গােষ্ঠী সংক্রমণের কথা এদিন কার্যত স্বীকার করে নেন তিনি।
কোভিড যােদ্ধাদের স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, সবাইকেই সাবধানে থাকতে হবে। হাথরাসের প্রতিবাদ মঞ্চেও দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে আন্দোলন করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
Advertisement
Advertisement



