• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বন্ধ পাক আকাশসীমা , মুম্বইয়ে অল্পের জন্য ধাক্কা এড়ালো দুটি বিমান

বন্ধ পাক আকাশসীমা , মুম্বইয়ে অল্পের জন্য ধাক্কা এড়ালো দুটি বিমান।

বিমান

মুম্বই, ১৭ই মার্চ- মুম্বাইয়ের আকাশে দুটি আন্তর্জাতিক বিমানের মুখোমুখি ধাক্কা প্রায় লেগেই গিয়েছিল। শেষ মুহুর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ততপরতায় বেঁচে যায় দুটি বিমান। প্রাণ বাঁচে কয়েকশো যাত্রীর। আর মাত্র কয়েক সেকেন্ড  দেরি হলে প্রচন্ড ধাক্কায় মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে যেত দুটি যাত্রীবোঝাই বিমান।

শুক্রবার রাত ১-৪০ নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এম্নিতেই মুম্বইয়ের আকাশে বিমান ওথানোর ভিড় লেগেই থাকে। তার ওপর গত মাসের ২৭তারিখ থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে বন্ধ রয়েছে পাকিস্তানের আকাশসীমা। এই কারণেই সেদিন একেবারে কাছাকাছি এসে পড়েছিল এয়ার ফ্রান্স বোয়িং ৭৭৭ এবং এতিহাদ এয়ারবাস ৩২০।

Advertisement

প্রথম বিমানটি ৩২ হাজার ফুট এবং দ্বিতীয় বিমানটি ৩১ হাজার ফুট দিয়ে উড়ছিল। হঠাতই মুম্বইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোল এতিহাদের বিমান টিকে ৩৩ হাজার ফুট ওপরে উঠে যেতে বলে। উচ্চতা বাড়াতে গিয়েই সেটি ফ্রান্সের বিমানের মুখোমুখি গিয়ে পড়ে। কোন মতে দুর্ঘটনা এড়ানো গিয়েছে । এই ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

Advertisement