সাহিত্যিক বিমল মিত্র ছিলেন বাংলা সাহিত্যের কথাপুরুষ। তাঁর লেখা সাহিত্যে বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই পাঠকদের মন জয় করেছে। তাঁর একাধিক লেখা নিয়ে তৈরি হয়েছে সেলুলয়েডের চিত্রনাট্য।
বিমল মিত্রের লেখা সাহেব বিবি গোলাম নিয়ে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সিনেমা তৈরি হয়েছে। আসামী হাজির বইটি নিয়ে দূরদর্শনে তৈরি হয়েছে মুজরিম হাজির নামে ধারাবাহিক। সাহিত্যিক বিমল মিত্রের নাম মনোনীত হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্যও। একক দশক শতক, কড়ি দিয়ে কিনলাম ইত্যাদি একাধিক উপন্যাসের পাশাপাশি অজস্র ছোটগল্প লিখেছেন সাহিত্যিক বিমল মিত্র।
Advertisement
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বিমল মিত্রের ১০৮ তম জন্মদিন পালন করা হবে তপন থিয়েটারের সভাঘরে । আয়োজক সংস্থা বিমল মিত্র আকাদেমি , সেখানে লেখকের ছোট গল্প অবলম্বনে ‘জেনারেল আউট্রাম’ নামে একটি নাটক উপস্থাপনা করা হবে।
Advertisement
অনুষ্ঠানে উপ্সথিত থাকবেন ড. সত্যব্রত চক্রবর্তী, অধ্যাপক বারিদবরণ ঘোষ, অধ্যাপক শঙ্কর ঘোষ এবং সুনীল দাশ।
Advertisement



