নেতাজির জন্মজয়ন্তীতে রক্তদান শিবির

নেতাজী সুভাষ চন্দ্র বসু ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কালিঘাট স্পাের্টস লাভার্স অ্যাসােসিয়েশনের উদ্যোগে ও শ্ৰীশঙ্খ সেবা ফোরামের সহযােগিতায় রক্তদান উৎসব পালিত।

Written by SNS Kolkata | January 25, 2021 7:28 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: Getty Images)

নেতাজী সুভাষ চন্দ্র বসু ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কালিঘাট স্পাের্টস লাভার্স অ্যাসােসিয়েশনের উদ্যোগে ও শ্ৰীশঙ্খ সেবা ফোরামের সহযােগিতায় রক্তদান উৎসব পালিত হল বারাসাত রথতলা মাঠে নেতাজির ছবিতে পুস্পার্ঘ্য প্রদান ও প্রদীপ প্রজ্জ্বলনের| মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘােষ ও শ্রী শঙ্খ সেবা ফোরামের কর্ণধার শঙ্খ চ্যাটার্জী।

উপস্থিত ছিলেন উওর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গােস্বামী, বারাসাত পৌরসভার মুখ্য প্রসাশক সুনীল মুখার্জি, অশােকনগর পৌরসভার মুখ্য প্রশাসক প্রবােধ সরকার, বসিরহাট ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌমেন মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সিরাজুল মন্ডল, বারাসাত পৌরসভার প্রশাসক মন্ডলির সদস্য অশনি মুখার্জি, তাপস দাস গুপ্ত সহ শ্ৰী শঙ্খ সেবা ফোরামের সদস্যরা।

এদিন কোঠারি ব্লাড ব্যাংকের সহযােগিতায় ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি ফোরামের কর্নধার শঙ্খ চ্যাটার্জির উদ্যোগে প্রায় দেড়শাে জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই রক্তদান শিবির থেকে।