• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল, নতুন ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার কমিশনার সুপ্রতিম সরকার

রাজ্য পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে এডিজি (ল অ্যান্ড অর্ডার) হিসেবে নিয়োগ করা হয়েছে বিনিত গোয়েলকে

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে নিযুক্ত হলেন পীযূষ পাণ্ডে, আইপিএস। একই সঙ্গে কলকাতা পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব পেলেন সুপ্রতিম সরকার, যিনি এতদিন দক্ষিণবঙ্গের এডিজি পদে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, বর্তমান ডিজি রাজীব কুমার আগামীকাল অবসর নিচ্ছেন। তাঁর অবসরের প্রেক্ষিতেই এই প্রশাসনিক রদবদল বলে মনে করা হচ্ছে। রাজ্য পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে এডিজি (ল অ্যান্ড অর্ডার) হিসেবে নিয়োগ করা হয়েছে বিনিত গোয়েলকে। অপরদিকে, রাজ্যের এডিজি এসটিএফ পদে বসছেন জাভেদ শামীম।
এদিকে, প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ডিরেক্টর অব সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, আসন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখেই এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নতুন কমিশনার হিসেবে সুপ্রতিম সরকারের সামনে একদিকে যেমন মহানগরের আইনশৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জ, তেমনই সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ দমনের মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। অন্যদিকে, নতুন ডিজি পীযূষ পাণ্ডের নেতৃত্বে রাজ্য পুলিশের কাজের গতি ও সমন্বয় আরও মজবুত হবে বলেই আশা প্রশাসনিক মহলের। এই রদবদলের মাধ্যমে রাজ্য পুলিশের প্রশাসনিক কাঠামোতে নতুন সমীকরণ তৈরি হল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Advertisement

Advertisement