সুপ্রিম কোর্টে চলমান বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নতুন নিয়মাবলীর উপর স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। ফলে আপাতত ২০১২ সালের ইউজিসি বিধিই বহাল থাকছে।
এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, নতুন নিয়ম কার্যকর হলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়তে পারে। সেই কারণেই বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা জরুরি। আদালত মনে করেছে, সব পক্ষের বক্তব্য শোনা এবং নিয়মগুলির সাংবিধানিক বৈধতা পরীক্ষা না করা পর্যন্ত নতুন বিধি কার্যকর করা ঠিক হবে না।
Advertisement
উল্লেখ্য, ইউজিসির নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়, শিক্ষক সংগঠন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। অভিযোগ ছিল, নতুন নিয়মে রাজ্যগুলির ক্ষমতা খর্ব হতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
Advertisement
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিরোধী পক্ষগুলি। আদালত স্পষ্ট করেছে, চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত ২০১২ সালের ইউজিসি বিধি অনুযায়ীই নিয়োগ, প্রশাসন ও অন্যান্য শিক্ষাবিষয়ক কার্যক্রম চলবে।
মামলার পরবর্তী শুনানি শীঘ্রই হবে বলে জানিয়েছে আদালত। ততদিন পর্যন্ত উচ্চশিক্ষা ক্ষেত্রে বর্তমান ব্যবস্থাই বহাল থাকবে।
Advertisement



