• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

খেলার একেবারে মধ্যগগনে ‘অভিমানী’ কে এল রাহুলের মুখে অবসরের কথা

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহুলের। প্রতিভাবান হলেও কেরিয়ারের শুরুর দিকে একেবারেই জাতীয় দলে নিজেকে প্রকাশ করতে পারেননি তিনি।

অনেক ম্যাচেই ভারতীয় দলকে জয়ের পথে নিয়ে গিয়েছেন অন্যতম সেরা ক্রিকেটার লোকেশ রাহুল। সবাইকে বড় গলায় বলতে শোনা গেছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী লোকেশ রাহুল। হঠাৎই তিনি কিছুটা অভিমানী হয়ে ক্রিকেট থেকে অবসর নেওয়ার আওয়াজ দিয়ে রাখলেন। হয়তো তিনি ভাবছেন, এটাই সেরা সময় ক্রিকেট আলবিদা জানাতে। কথা প্রসঙ্গে রাহুল আরও বলেছেন, একটা সময় সবাইকেই ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়াতে হয়। আর সেই সরে দাঁড়ানোটা যদি স্মরণীয় করে রাখতে হয়, তাহলে সেরা সময়টাকেই বাছাই করে নিতে হয়।

তবেই ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন লোকেশ রাহুলকে। এই মুহূর্তে তিনি একেবারে মধ্যগগণে বিরাজ করছেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর জায়গা না হলেও পুরোদমে টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে নিয়মিত মাঠে নামছেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমি সবসময় নিজেকে বলি, আমি সেরকম কেউকেটা নই। যেহেতু নিজেকে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বলে মনে করি না, সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট তো চলতেই থাকবে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে আমাদের জীবনে। কিন্তু আমার প্রথম সন্তানের জন্মের পর থেকে সমস্ত কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি একেবারে পালটে গিয়েছে। এখন এটাই মনে করি, আমার সঙ্গে আমার পরিবার রয়েছে। সেটাকেই উপভোগ করব।” তারকা এই ব্যাটসম্যানের কথায়, যেহেতু নিজেকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন না তাই অবসর নিয়ে খুব বেশি ভাবতে হয় না।

Advertisement

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহুলের। প্রতিভাবান হলেও কেরিয়ারের শুরুর দিকে একেবারেই জাতীয় দলে নিজেকে প্রকাশ করতে পারেননি তিনি। তার অন্যতম কারণ একাধিক চোট আঘাত। তবে গত বছরতিনেক ধরে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। আইপিএলেও সফল হয়েছেন গত মরশুমে। তবে অন্যান্যদের তুলনায় তিনি ক্রিকেট থেকে দ্রুত অবসর নেবেন বলেই ইঙ্গিত দিয়েছেন
কে এল রাহুল।

Advertisement