• facebook
  • twitter
Saturday, 24 January, 2026

সরস্বতী পুজোয় বেরিয়ে নিখোঁজ দুই বন্ধু, ২৪ ঘণ্টা পরে আমবাগানে মিলল ঝুলন্ত দেহ

আত্মহত্যা না খুন, এই রহস্যের জট খুলবে কিনা, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।  

প্রতীকী

সরস্বতী পুজোর উৎসবমুখরতার মধ্যেই  এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল স্বরূপনগরের গোবিন্দপুরে।ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না দুই তরুণ বন্ধুর। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর স্থানীয় একটি আমবাগান থেকে একই গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল তাঁদের দেহ। ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে মৃতদের নাম রাকিবুল মণ্ডল (১৯) ও রাজা ভদ্র (২২)।রাকিবুল স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং একাদশ শ্রেণির ছাত্র। রাজ ভদ্র দত্তপাড়া  এলাকার বাসিন্দা। শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে দু’জনেই ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কিন্তু রাত গড়িয়ে গেলেও তাঁরা বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর আসে, একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় দু’জনের দেহ পাওয়া গিয়েছে।

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সম্ভাবনার কথা বললেও, দুই পরিবারই এই দাবি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, বাড়িতে কোনও অশান্তি বা মানসিক চাপের ঘটনা ছিল না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দু’জনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা।

Advertisement

রাকিবুলের এক আত্মীয় জানান, সকালে নিখোঁজ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন মৃতের পরিবারের সদস্যরা, ঠিক তার আগেই মৃত্যুর খবর আসে।রাজের বাবা বলেন, ছেলে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল কিন্তু কেন এমন পরিণতি হল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। ঘটনার প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা না খুন, এই রহস্যের জট খুলবে কিনা, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।

Advertisement