• facebook
  • twitter
Thursday, 22 January, 2026

জম্মু-কাশ্মীরে খাদে গাড়ি পড়ে মৃত্যু ১০ জওয়ানের

বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। অন্তত ৯ জন জওয়ান গুরুতর জখম হয়েছেন

প্রতিকি ছবি (Photo: iStock)

জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সেনার গাড়ি খাদে পড়ে মৃত্যু হয়েছে ১০ জন সেনা জওয়ানের। ভাদেরওয়া এলাকার পাহাড়ি পথে সেনাবাহিনীর একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।  বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। একাধিক জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে সূত্রের খবর। ডোডা জেলায় খান্নি টপে ভাদেরওয়া-চাম্বা রোডের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

সেনা ও পুলিশের যৌথ বাহিনী উদ্ধারকাজ চালায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমে ৪ জনের দেহ উদ্ধার করা হয়। পরে ৬ জন চিকিৎসা চলাকালীন মারা যান। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১১ জন জওয়ান গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন ভাদেরওয়া সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি।

Advertisement

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। এদিন সেনার ওই গাড়িটি একটি অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়ির ভিতরে ২০ জনেরও বেশি জওয়ান ছিলেন। খান্নি টপের ভাদেরওয়াহ-চাম্বা রোডের কাছে আসতেই গাড়িটির চাকা আচমকা পিছলে যায়। এরপরই সেটি পাশের ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।

Advertisement

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার জন্য সেনা ও প্রশাসনের তৎপরতাকেও সাধুবাদ জানিয়েছেন তিনি।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সেনা জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ডোডায় পথ দুর্ঘটনায় আমাদের ১০ সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমরা গভীর শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘ডোডায় মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের সাহসী জওয়ানদের মৃত্যুতে আমরা মর্মাহত। কর্তব্যপালন করতে গিয়ে ১০ জন বীর জওয়ান প্রাণ দিয়েছেন। আরও কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে, দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের জওয়ানদের প্রতি দিন কত বিপদের সন্মুখীন হতে হয়। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

Advertisement