• facebook
  • twitter
Monday, 19 January, 2026

বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলাগুলি দাখিলের অনুমতি দেন

ফাইল চিত্র

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের ঘটনাকে কেন্দ্র করে অশান্তির জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত
মুর্শিদাবাদের বেলডাঙা। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করা হয়। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলাগুলি দাখিলের অনুমতি দেন। উচ্চ আদালত সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার এই মামলাগুলির শুনানি হতে পারে।
আবেদনকারীদের দাবি, বেলডাঙায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না। পুলিশ উপস্থিত থাকলেও অশান্তি থামেনি। এই অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন বলে মনে করছেন আবেদনকারীরা। সেই কারণেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
জনস্বার্থ মামলায় গত বছরের সামশেরগঞ্জের ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে। ওয়াকফ আইন পাশ হওয়ার প্রতিবাদে সেই সময় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায় ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। সেই সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় বেলডাঙাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আবেদনকারীরা। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এই নিয়ে দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে বলেই মামলাগুলি মঙ্গলবার তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে বেলডাঙায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বেলডাঙার পরিস্থিতি। বিরোধীদের অভিযোগ, পুলিশি তৎপরতা বাড়লেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

Advertisement

Advertisement