নিউজিল্যান্ডের হয়ে প্রথম একদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন জেডন লেনক্স ভারতের বিরুদ্ধে। অভিষেক ম্যাচেই তিনি রক্তাক্ত হলেন। বিরাটের একটা দুরন্ত শট আটকাতে গিয়ে নিজের হাতেই চোট পান নিউজিল্যান্ডের এই স্পিনার জেডন লেনক্স। তাঁর হাতে রক্ত ঝড়তে থাকে। এরপরই দ্রুত মাঠ ছাড়তে হয় তাঁকে।
ভারতীয় ইনিংসের আঠারোতম ওভারের ঘটনা। বল করতে এসেছিলেন লেনক্স। ব্যাট করছিলেন বিরাট। তিনি একটি লম্বা স্ট্রেচে স্ট্রেইট ড্রাইভ মারেন। সেই বলটি আটকাতেই নিজের বাঁদিকে ঝাঁপিয়েছিলেন লেনক্স। কিন্তু বল এসে হাতে সজোরে লাগে। যার ফলে তখনই হাত থেকে রক্ত ঝড়া শুরু হয় সেই কিউয়ি স্পিনারের। নিজের প্রথম পাঁচ ওভারে মাত্র ১৮ রান খরচ করেছিলেন তখন লেনক্স। শেষ পর্যন্ত যদিও মাঠে ফিরে এসে কোটার ১০ ওভার পূরণ করেন লেনক্স। ৪২ রান খরচ করে ১ উইকেট নেন তিনি। কিউয়ি শিবিরে একটি পরিবর্তন হয়েছিল। অন্য়দিকে ভারতীয় শিবিরে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে এসেছেন নীতীশ রেড্ডি।
Advertisement
রোহিত-গিল জুটি এদিনও দারুণ শুরু করেছিলেন। কিন্তু হিটম্য়ান একটা বাজে শট খেলে আউট হন ২৪ রান করে। তিন নম্বরে নামা বিরাট প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন। আগের ম্য়াচে ৯৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এদিন ২৩ রান করে প্যাভিলিয়ন ফিরলেন কিং কোহলি।
Advertisement
রান পাননি শ্রেয়স আইয়ারও। গিল এদিনও অর্ধশতরান পূরণ করেন। তবে ব্যক্তিগত ৫৮ রানের মাথায় তিনিও আউট হয়ে যান। এরপরই খেলার হাল ধরেন কে এল রাহুল। একদিকে পরপর উইকেট পড়লেও ক্রিজের উল্টোদিকে সেট ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আগের দিনও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। এদিনও শেষ পর্যন্ত ক্রিজে থাকলেন। ৯টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন রাহুল। লোয়ার অর্ডারে রবীন্দ্র জাডেজা ২৭ ও নীতীশ রেড্ডি ২০ রানের ইনিংস খেলেন। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না রেড্ডি।
শেষ পর্যন্ত মহম্ম সিরাজকে নিয়ে শেষের দিকে চালিয়ে খেলে ভারতের স্কোর ২৮৪ তে পৌঁছে দিয়েছিলেন কে এল রাহুল।
Advertisement



