• facebook
  • twitter
Tuesday, 13 January, 2026

সংক্রান্তিতে জাঁকিয়ে শীত, উত্তুরে হাওয়ায় কাঁপুনি তিলোত্তমায়

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই সক্রিয় হচ্ছে উত্তুরে হাওয়া। তার জেরে আগামী ২ দিনে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে

গত কয়েকদিন হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা থেকে কিছুটা স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। তাপমাত্রা খানিকটা বাড়ায় শীতপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছিল— তবে কি পৌষেই বিদায় নিচ্ছে শীত? তবে সংক্রান্তির আগেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই সক্রিয় হচ্ছে উত্তুরে হাওয়া। তার জেরে আগামী ২ দিনে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন পারদ ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা। পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের প্রথম কয়েকদিন জুড়ে জাঁকিয়ে শীত পড়বে গোটা বাংলায়।

Advertisement

বুধবার থেকে আবহাওয়ার বদল হবে। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাবে পথঘাট। দৃশ্যমানতা কমতে পারে। সংক্রান্তির দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জবুথবু পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে।

Advertisement

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলাতেই। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে।

Advertisement