• facebook
  • twitter
Monday, 12 January, 2026

দক্ষিণবঙ্গে শীতলতম স্থান কল্যাণী, সংক্রান্তিতে কনকনে ঠান্ডার পূর্বাভাস

সোমবার কল্যাণীর তাপমাত্রা ছিল সাড়ে ৭ ডিগ্রি

প্রতিনিধিত্বমূলক চিত্র

শ্রীনিকেতনকে হারিয়ে দিল কল্যাণী। ‘ফার্স্ট বয়’ হিসেবে দীর্ঘদিন বীরভূমের শ্রীনিকেতন থাকার পর এবার তার স্থান দখল করে নিল নদিয়ার কল্যাণী। সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে কল্যাণীর নাম। সোমবার কল্যাণীর তাপমাত্রা ছিল সাড়ে ৭ ডিগ্রি। দার্জিলিঙের পরেই ছিল তার নাম।

রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ০.৯ ডিগ্রি কম।

Advertisement

রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ঠান্ডার হাত থেকে রেহাই নেই। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা পড়ার পূর্বাভাস। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। আপাতত পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না।

Advertisement

রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারেও।

সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এদিন  রাজ্যের মধ্যে শীতলতম দিন ছিল। উত্তরবঙ্গের আর কোথাও তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নামেনি। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।

 

Advertisement