• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন সুন্দর

রবিবার কোটাম্বি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় চোট পান ওয়াশিংটন

পন্থের পর এবার নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। রবিবার কোটাম্বি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় চোট পান ওয়াশিংটন। তাঁর চোট এতটাই গুরুতর যে সিরিজের বাকি দুটি ম্যাচ থেকেই ছিটকে গেলেন তিনি। ইতিমধ্যেই তাঁর পরিবর্ত হিসেবে আয়ুষ বাদোনিকে ভারতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে।

এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওভারে বল করার সময়ে আচমকাই পিঠে টান লাগে তাঁর। চোট এতটাই গুরুতর ছিল যে, সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না সুন্দর। এমনকী পিঠ চেপে ধরে বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ’রা ছুটে আসেন। মাঠে তাঁকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। কিন্তু, তাতে বিশেষ লাভ হয়নি। উল্টে নিউজিল্যান্ড ইনিংসের ২০ তম ওভারে সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

Advertisement

তবে, চোট থাকা সত্ত্বেও ভারতের হয়ে অষ্টম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন তিনি। এদিকে, ম্যাচ শেষে সুন্দরের চোটের বিষয় বলতে গিয়ে অধিনায়ক শুভমন গিল জানান, তাঁর সাইড স্ট্রেন হয়েছে। শীঘ্রই স্ক্যান করা হবে। পরবর্তীকালে জানা যায়, সাইড স্ট্রেনের জন্য বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে প্রথমবারের জন্য ভারতীয় শিবিরে ডাক পেলে লখনউ সুপার জায়েন্টের অলরাউন্ডার আয়ুষ বাদোনি। তবে, বিশ্বকাপের আগে ওয়াশিংটনের এই চোট কিন্তু চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Advertisement

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরোদায় প্রথম ম্যাচ জিতে নজির গড়েছেন শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এই ম্যাচে কিউয়িদের ৩০০ রান তাড়া করে জিতেছে ভারত। ফলে, বিশ্বের প্রথম দল হিসাবে ২০ ম্যাচে ৩০০ বা তার বেশি রান সফল ভাবে তাড়া করল তারা। এছাড়াও, আরও একটি নজির গড়েছেন তারা। টানা আটটি একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ভারত। ২০২৩ সালের পর কিউয়িরা ৫০ ওভারের ক্রিকেটে আর ভারতকে হারাতে পারেনি। পাশাপাশি, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনও একদিনের ম্যাচে হারল নিউজিল্যান্ড। এরমধ্যে তারা টানা ন’টি ম্যাচে জয় পেয়েছে কাইল জেমিসন’রা।

Advertisement