ইন্টার আইআইটি টেক মিট ১৪.০-এ দুর্দান্ত সাফল্য পেল আইআইটি কানপুর। ছয় বছর পরে ফের সামগ্রিক বিভাগে দ্বিতীয় স্থান দখল করে রুপোর পদক জিতেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিহারের পাটনায় আইআইটি পাটনা ক্যাম্পাসে।
আইআইটি কানপুরের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় স্টুডেন্টস জিমখানার অধীন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিল। পড়ুয়াদের ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্স গোটা প্রতিষ্ঠানের জন্য গর্বের হয়ে উঠেছে।
Advertisement
সামগ্রিক ফলাফলে আইআইটি কানপুর মোট ২৯৫১.৯৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে। প্রথম স্থান দখল করে আইআইটি খড়গপুর। তাঁদের প্রাপ্ত পয়েন্ট ছিল ৩৪৩৮.৯২। শীর্ষ পাঁচের তালিকায় এর পরে রয়েছে আইআইটি ইন্দোর, আইআইটি বিএইচইউ এবং আইআইটি মাদ্রাজ।
Advertisement
এই টেক মিটে আইআইটি কানপুরের সাফল্য আবারও প্রমাণ করল, শিল্প ও গবেষণাভিত্তিক জটিল সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটি কতটা দক্ষ। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দেওয়া সমস্যা সমাধানের ক্ষেত্রে পড়ুয়ারা প্রযুক্তিগত জ্ঞান, নতুন ভাবনা এবং সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।
আইআইটি কানপুরের তরফে জানানো হয়েছে, একাধিক বিভাগে তাদের দলগুলি প্রতিযোগিতার মঞ্চে জায়গা করে নিয়েছে। ‘ইটার্নাল’ এবং ‘স্টেমভাইব’ সমস্যা সমাধানে আইআইটি কানপুরের দল প্রথম স্থান অর্জন করেছে। ‘ইসরো জিওস্পেশিয়াল’ সমস্যা সমাধানে তারা দ্বিতীয় স্থান পেয়েছে। পাশাপাশি ‘এবুলিয়েন্ট সিকিউরিটিজ’, ‘অ্যারিস্টা নেটওয়ার্কস’, ‘ল্যাট অ্যারোস্পেস’ এবং ‘জিডিএআই’ সমস্যা সমাধানে তৃতীয় স্থান দখল করে সামগ্রিক ফলাফলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে, এই সাফল্যের পিছনে রয়েছে পড়ুয়াদের দলগত কাজ, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং বাস্তব প্রযুক্তিগত সমস্যার সমাধানে গভীর মনোযোগ। ইন্টার আইআইটি টেক মিটে এই ফলাফল ভবিষ্যতেও আইআইটি কানপুরের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
Advertisement



