• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

রাউরকেলায় ভেঙে পড়ল চার্টার বিমান, ২ পাইলট সহ আহত ৬

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আকাশে ওড়ার সময় বিমানটির ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে যায়। এর ফলেই পাইলটকে বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়।

রাউরকেলা, ১০ জানুয়ারি— শনিবার ওড়িশায় একটি ৯ আসনের ছোট বিমানের জরুরি অবতরণের সময় আচমকা ভেঙে পড়ল। ঘটনায় ছ’জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন যাত্রী ও দু’জন পাইলট রয়েছেন। রাউরকেলা বিমানবন্দর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটি খেলার মাঠে বিমানটি নামতে বাধ্য হয় বলে জানা গিয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, রাউরকেলা থেকে ভুবনেশ্বরগামী বিমানটির অবতরণের ঠিক আগের মুহূর্তে গুরুতর যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট আকাশপথ নিয়ন্ত্রণ বিভাগকে সতর্ক করেন। এর পরই জরুরি ভিত্তিতে বসতিপূর্ণ এলাকা এড়িয়ে বিমানটির অভিমুখ শহরের উপকণ্ঠের খোলা মাঠের দিকে ঘোরানো হয়।

Advertisement

কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ানযানটি ধীরে মাটিতে নামলেও ধাক্কার জেরে যাত্রী ও কর্মীরা আঘাত পান। পাইলটের আঘাত তুলনামূলকভাবে গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন যাত্রীর শরীরে সামান্য হাড়ে ফাটল ও চোট রয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Advertisement

জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘নির্ধারিত সময়ে অবতরণের ঠিক আগে উড়ানযানটি যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয়। পাইলটের সতর্কবার্তার পরেই সমস্ত জরুরি ব্যবস্থা নেওয়া হয়।’ তাঁর কথায়, খোলা জায়গায় নামানোর সিদ্ধান্তের ফলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বাসিন্দারাই প্রথম ঘটনাস্থলে পৌঁছন। ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পরে রাউরকেলা থেকে পুলিশ ও চিকিৎসক দল এসে আহতদের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘটনার খোঁজ নিয়ে আহতদের দ্রুত ও সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে বিশেষ চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আকাশে ওড়ার সময় বিমানটির ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে যায়। এর ফলেই পাইলটকে বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়। উড়ান নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, খোলা মাঠের দিকে উড়ানযান ঘোরানো পাইলটের উপস্থিত বুদ্ধি ও অভিজ্ঞতার পরিচয়, যা বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে।

বর্তমানে দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করা হচ্ছে। অসামরিক উড়ান নিয়ন্ত্রক দপ্তর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ জানতে ইঞ্জিনের বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

Advertisement