• facebook
  • twitter
Sunday, 11 January, 2026

উত্তুরে হাওয়ায় কমল দক্ষিণের তাপমাত্রা

কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে

প্রতিনিধিত্বমূলক চিত্র

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামিকাল রবিবার ও পরশু সোমবার তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়বে। আজ, সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।

Advertisement

Advertisement