• facebook
  • twitter
Sunday, 11 January, 2026

শনিবার মুম্বই রেসের আকর্ষণ লেডিজ ডার্বি

১ম বাজি: দুপুর ১.০০টা ব্রেকপয়েন্ট ১, ট্রিট ২, ফরচুন সন ৩। ২য় বাজি: ১.৩০ মি. প্রাইডস প্রিন্স ১, এল গ্রেসো ২, শুভঙ্কর ৩।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শিবনাথ দাস

শনিবার মুম্বই রেসের প্রধান আকর্ষণ প্রায় ৮০ ল‍ক্ষ টাকার ২,৪০০ মিটারের লেডিজ ডার্বি, চার বছরের ৮টি মেয়ে ঘোড়া অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘ফিনবস’ , ‘নামিরি’ এবং ‘ড্রিমার’-এর মধ্যে। তবে প্রথম বাজিতে ট্রেনার পি. এস. চৌহানের ব্রেক পয়েন্ট ঘোড়াটি ২৫নং রেসে যেভাবে জিতেছিল ওকে আজ হারানো মুশকিল।

Advertisement

মতামত
১ম বাজি: দুপুর ১.০০টা ব্রেকপয়েন্ট ১, ট্রিট ২, ফরচুন সন ৩।
২য় বাজি: ১.৩০ মি. প্রাইডস প্রিন্স ১, এল গ্রেসো ২, শুভঙ্কর ৩।
৩য় বাজি: ২.০০টো ফাইটন ১, এসপারানজা ২, বিগ-বে ৩।
৪র্থ বাজি: ২.৩০ মি. জুরাকান ১, এল মোরান ২, সেডুসা ৩।
৬ষ্ঠ বাজি: ৩.৩০ মি. বেচিমো ১, জাকারিস ২, রেড বিসপ ৩।
৭ম বাজি: ৪.০০টা ফিনবস্ ১, নামিরি ২, ড্রিমার ৩।
৮ম বাজি: ৪.৩০ মি. গোল্ডবার ১, মানওয়ার ২, রেমি রেড ৩।
৯ম বাজি: ৫.০০টা র‍্যাংলার ১, মায়সারা ২, মার্লেবোরোস্যান ৩।
দিনের সেরা বাজি: র‍্যাংলার

Advertisement

Advertisement