• facebook
  • twitter
Saturday, 10 January, 2026

ভারতকে জড়িয়ে ব্যর্থতা ঢাকতে চাইছেন ইউনূসরা : হাসিনা

হাদি হত্যাকাণ্ড

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে ভারতকে জড়ানোর চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে কড়া ভাষায় মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অভিযোগ, দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থার চরম ব্যর্থতা ঢাকতেই অন্তর্বর্তী সরকার ও তাদের সমর্থক গোষ্ঠী বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে। এনডিটিভিকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে হাসিনা এই দাবি করেন।

শেখ হাসিনার কথায়, “হাদি হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ভারতকে দায়ী করার চেষ্টা বাস্তবতা থেকে নজর ঘোরানোর কৌশল মাত্র।” তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক অরাজকতা এবং হিংসা ছড়িয়ে পড়েছে, হাদি হত্যাকাণ্ড তারই সরাসরি ফল।

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করে কিছু মৌলবাদী শক্তি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। তারা দেশের ভিতরের ব্যর্থতা ঢাকতেই বিদেশি শত্রুর গল্প ফাঁদছে।” হাসিনার মতে, এই প্রবণতা শুধু কূটনৈতিকভাবে অদূরদর্শী নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্যও অত্যন্ত বিপজ্জনক।
এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন হাসিনা। তাঁর বক্তব্য, “বিদেশনীতির ক্ষেত্রে ইউনূস সরকারের হঠকারী ও অপরিণামদর্শী সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।” তিনি মনে করেন, একটি অস্থায়ী সরকার হয়েও তারা দায়িত্বশীল আচরণে ব্যর্থ হয়েছে।

Advertisement

উল্লেখযোগ্যভাবে, হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশজুড়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকাসহ বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তাণ্ডবের ঘটনা সামনে এসেছে। সংবাদমাধ্যমের দফতরে হামলা হয়েছে, আক্রমণের শিকার হয়েছে ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও বেড়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

এই আবহেই বাংলাদেশের পুলিশ দাবি করে, হাদি হত্যার অভিযুক্তরা মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। যদিও সেই দাবি আগেই উড়িয়ে দেয় মেঘালয় পুলিশ ও বিএসএফ। পরে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে এক যুবক নিজেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল বলে পরিচয় দিয়ে জানায় যে সে বর্তমানে দুবাইয়ে রয়েছে। বাংলাদেশের পুলিশ পরে স্বীকার করে, তারা ভিডিয়োটিকে আসল বলেই মনে করছে।

Advertisement