প্যারিস, ৮ জানুয়ারি— দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনার বিরুদ্ধে গর্জে উঠলেন ফরাসি কৃষকরা। বৃহস্পতিবার সকালে প্যারিসের রাস্তায় ট্রাক্টর নিয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা। প্রায় একশোটি ট্রাক্টর নিয়ে কৃষকরা আইফেল টাওয়ারের দিকে এগোচ্ছিলেন, যা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় ২০টি ট্রাক্টর শহরের কেন্দ্রস্থলে পৌঁছে যায়। আর্ক ডি ট্রায়োম্ফ ও আইফেল টাওয়ার এলাকা লক্ষ্যবস্তু হলেও বিভিন্ন স্থানে বেশিরভাগ ট্রাক্টর আটকে দেওয়া হয়। সূত্রের খবর, এই প্রতিবাদ আন্দোলন গ্রামীণ সমন্বয় ইউনিয়নের উদ্যোগে পরিচালিত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের লঁ-এঁ-গ্যাঁরো অঞ্চলের গ্রামীণ সমন্বয়ের সভাপতি হোসে পেরেজ বলেন, ‘আজকের আন্দোলনের লক্ষ্য প্যারিসে এসে ক্ষমতাবানদের কাছে আমাদের দাবিগুলি তুলে ধরা।’
Advertisement
কৃষকদের অভিযোগ, ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে এই চুক্তি ফরাসি কৃষকদের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করবে। পেরেজ আরও উল্লেখ করেন, মারকোসুর বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের পাশাপাশি গরুর রোগ বৃদ্ধির বিরুদ্ধে সরকারের অব্যবস্থাও কৃষকদের এই ক্ষোভের অন্যতম কারণ।
Advertisement
প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন পাঁচটি দক্ষিণ আমেরিকান দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে। আশা করা হচ্ছে, ১২ জানুয়ারি প্যারাগুয়েতে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। জার্মানির নেতৃত্বে সমর্থক দেশগুলো ফ্রান্স ও পোল্যান্ডের আপত্তি উপেক্ষা করে চুক্তি সম্পন্ন করতে পারে। ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ডও বুধবার স্পষ্ট করে বলেন, এই চুক্তি গরুর মাংস, মুরগি, চিনি, ইথানল ও মধুসহ দেশীয় উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।
ফরাসি কৃষকদের এই প্রতিবাদ ক্রমেই আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে সরকারি পদক্ষেপ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
Advertisement



