প্রেমের ভান করে এক আইনজীবীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি এবং সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করা ও মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণীর নাম প্রিয়াঙ্কা। তিনি বাংলার বাসিন্দা হলেও বর্তমানে দিল্লিতে থাকতেন। কয়েক মাস আগে রাজস্থানের বারমের জেলার এক আইনজীবীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সময়ের একটি অন্তরঙ্গ ভিডিও গোপনে রেকর্ড করে ওই তরুণী।
Advertisement
আইনজীবীর অভিযোগ, পরে সেই ভিডিও দেখিয়ে তাঁকে লাগাতার ব্ল্যাকমেল থাকেন তরুণী। প্রিয়াঙ্কা তাঁর কাছে ৪০ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আইনজীবী আরও জানান, প্রিয়াঙ্কার পরিচিত রাজস্থানের বারমের জেলার বাসিন্দা কমল সিং নামে এক যুবকের মাধ্যমে তিনি প্রথমে ৫০ হাজার টাকা দেন। তবে এরপরও টাকার দাবি বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
Advertisement
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের কাছ থেকে ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর কাছ থেকে মোট কত টাকা আদায় করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার পেছনের পরিকল্পনা ও এতে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রিয়াঙ্কাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Advertisement



