• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

চেন্নাইতে ৭৫তম সিনিয়র জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

আজ থেকে শুরু হচ্ছে রাজস্থানে ৬৯তম স্কুল গেমস। এই প্রতিযোগিতা চলবে ৬ জানু্‌য়ারি পর্যন্ত। বাংলা থেকে ছাত্রছাত্রী দলে ১২ জন করে খেলোয়াড় আছেন।

প্রতীকী চিত্র

তামিলনাড়ুর চেন্নাইতে বসতে চলেছে ৭৫তম সিনিয়র জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। ফাইনাল খেলা ১১ জানুয়ারি। এই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে ১২জন করে পুরুষ ও মহিলা খেলোয়াড় অংশ নেবেন। দলে রয়েছেন—প্রিয়াংশু, অভিষেক, ধারুণ আদিত্য, রোসন পাঞ্চাল, বিনোদ রজক, জস পাত্রিক, রৌনক সিং, ওমসটিটা, ঈষাণ চ্যাটার্জি, মনীশ রজক, ধীরাজ সাউ ও রবীন ব্যানার্জি।

মহিলা দল—মনিয়াদলা, মধু কুমারী, আমন্দ মারিয়া রোচা, অসলিন সিধু, আকলা, অনমারিয়া, নেহা সিং, দিয়া হালদার, অনন্যা মণ্ডল, পারমিতা ঘোষ (জুনিয়র), কিরণ যাদব ও রিশা দাস। দলের প্রধান কোচ ওয়াসিম আহমেদ খান ও সত্যব্রত নায়ক। কোচ সত্যেন্দ্র সিং ও প্রিয়াঙ্কা কুমারী। ম্যানেজার সুব্রত কুমার দাস ও কেয়া মিত্র পাল।

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে রাজস্থানে ৬৯তম স্কুল গেমস। এই প্রতিযোগিতা চলবে ৬ জানু্‌য়ারি পর্যন্ত। বাংলা থেকে ছাত্রছাত্রী দলে ১২ জন করে খেলোয়াড় আছেন। ছাত্র দলের অধিনায়ক হয়েছে সাগ্নিক দে। কোচ বিষ্ণুদেও যাদব। ছাত্রী দলে রয়েছে অর্পিতা সাহা, এস ইমিলিয়া, বিষ্ণুপ্রিয়া নায়ক, মৈথালি কর, সহিনী ব্যানার্জি, অঙ্কিতা সিং, অনিষ্কা সাহ, লক্ষ্মীমণি মাণ্ডি, শুক্লা হাজরা, ঋষিতা হালদার, ওমারিয়া ফিরদোস ও শুভ্রা দে।

Advertisement

Advertisement