জাতীয় দলের হয়ে কি ফের খেলতে দেখা যাবে বাংলার পেসার মহম্মদ শামিকে? সম্ভবনা কিন্তু ক্রমেই বাড়ছে। দেশের জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নেমেছিলেন শামি। তবে, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর নির্বাচকরা ফের একবার শামিকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন বলেই জানা যাচ্ছে। হয়তো নতুন বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য ভারতীয় দলে ফিরতে পারেন বাংলার এই বোলার।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্সের দিকে নজর ছিল নির্বাচকদের। সেখানে বল হাতে যথেষ্ট নজর কেড়েছেন শামি। আর তারপরেই নাকি ফের একবার তাঁকে নিয়ে আলোচনা শুরু করেছেন নির্বাচকরা। ওই বোর্ড কর্তা আরও বলেন, শামির ফিটনেস নিয়ে কিছুটা চিন্তা ছিল। সেজন্য তাঁর সঙ্গে নির্বাচকরা প্রায় আলোচনা করত। তবে, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বল হাতে যে পারফরমেন্স শামি উপহার দিয়েছেন, তাতে আপাতত তাঁর ফিটনেস নিয়ে নির্বাচকদের আপাতত কোনও সন্দেহ নেই। ওই বোর্ড কর্তার কথায়, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে পারে বাংলার এই পেসারকে।
Advertisement
চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জিতে চার ম্যাচে ২০ উইকেট নিয়েছেন শামি। সৈয়দ মুস্তাক আলিতে তাঁর সংগ্রহ ১৬ উইকেট। চলতি বিজয় হাজারে ট্রফিতে ইতিমধ্যেই চার ম্যাচে ৮ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। বুধবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৬ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শামি। স্বাভাবিকভাবেই তাঁর পারফরমেন্স নজর কেড়েছে নির্বাচকদের। পাশাপাশি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাকে। সেই জায়গায় দলে ফিরতে পারেন শামি।
Advertisement
Advertisement



