ফের ভারতীয় দাবাড়ুর কাছে হেরে গেলেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। দোহায় ওয়ার্ল্ড ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে ভারতের অর্জুন ইরিগাইসির কাছে হার মানেন কার্লসেন। ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই নিজেকে সামলাতে পারেননি বিশ্বের এক নম্বর এই দাবাড়ু। মাথা গরম করে টেবিল চাপড়াতে থাকেন তিনি।
কালো ঘুঁটি নিয়ে এদিন খেলতে শুরু করেন ইরিগাইসি। কার্লসেনের চিরাচরিত আক্রমণাত্মক মেজাজের সামনে মাথা ঠান্ডা রেখে একের পর এক চাল দিতে থাকেন তিনি। একটা সময়ে ম্যাচের নিয়ন্ত্রন পুরোপুরি চলে যায় ইরিগাইসির হাতে। এরপর ধীরে ধীরে কার্লসেনের উপর চাপ বাড়াতে থাকেন ভারতীয় এই দাবাড়ু। চাপের মুখে রক্ষণাত্মক খেলা শুরু করেন কার্লসেন। তবে, সময় শেষ হয়ে যাওয়ায় ম্যাচ হারতে হয় তাঁকে। এই ম্যাচ শুরুর আগে অর্জুন এবং কার্লসেন-সহ মোট ছ’জন ৬.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। তবে এই জয়ের ফলে ৭.৫ পয়েন্ট নিয়ে উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন ইরিগাইসি।
Advertisement
এদিকে, ম্যাচ হেরে কার্লসেনের মাথা গরম করার ঘটনা নতুন নয়। চলতি বছরের শুরুর দিকে নরওয়েতে ভারতের ডি গুকেশের কাছে হারের পরে টেবিল ভেঙে ফেলেছিলেন তিনি। তার আগে র্যাপিড বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের কাছে হেরে যাওয়ার পর তাঁর ব্লেজার চেপে ধরতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও, এদিন টেবিল ভাঙার মতো কোনও ঘটনা ঘটাননি নরওয়ের এই তারকা। তবে ম্যাচ হেরে যে কার্লসেন যথেষ্ট হতাশ, তা বলাই বাহুল্য।
Advertisement
Advertisement



