ভারতের টেস্ট ক্রিকেটে অধিনায়ক শুভমন গিলকে নির্বাচকমণ্ডলী সব ফরম্যাটে খেলানোর জন্য চেষ্টা করেছে। তাই, দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ভারতীয় দলে অধিনায়ক সূর্যকুমারের পাশে সহ-অধিনায়ক হিসেবে শুভমন গিলকে রাখা হয়েছিল। শুভমন সেইভাবে নজর করতে না পারায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। সেইকারণে আদেও কি তিনি ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে আগামীদিনে ফিরতে পারবেন কি, এই প্রশ্নটাই ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে। এদিকে আবার শ্রেয়স আইয়ার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।
তবে, শুভমন গিলকে নিয়ে প্রাক্তন ক্রিকেটাররা বেশ চিন্তিত। গত দেড় বছর ধরে গিলকে নিয়ে ভারতীয় ক্রিকেট দলে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর নামটা বিবেচনা করা সম্ভব হয়নি। এবিষয়ে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং স্পষ্ট জানিয়েছেন, মানসিক দিক দিয়ে শুভমন খেলার মতো জায়গায় থাকলে অবশ্যই ভারতীয় দলে না ফেরার কোনও কারণ নেই। আমার মনে হয়, শুভমন নিজেই ভেবে নিয়েছিলেন তিনি দলে থাকবেন। তাই অতি আত্মবিশ্বাসী হওয়া ঠিক নয়। মনে রাখতে হবে, অনেক তরুণ ক্রিকেটার নিজেদের তৈরী করে লাইনে দাঁড়িয়ে আছেন ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য। তাঁদের মধ্যে যারা ফিট তাদেরকেই দল নেওয়া হয়েছে।
Advertisement
প্রাক্তন স্পিনার হরভজন আরও বলেছেন, শুভমনের এখনও দরজা খোলা রয়েছে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে আসার। নিঃসন্দেহে ও একজন দক্ষ খেলোয়াড়। ভুলে গেলে চলবে না ভারতের টেস্ট দলের অধিনায়ক কিন্তু শুভমনই।
Advertisement
নতুন বছরে ঘরের মাঠে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একদিনের সিরিজ খেলবে। তিনম্যাচের এই সিরিজকে সামনে রেখে ভারতীয় দলে বড়সড় রদবদল হওয়ার ইঙ্গিত রয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শেষেরদিকে ভারতীয় দল ঘোষণা করা হবে। আগামী বছরের ১১ জানুয়ারি ভারতের প্রথম ম্যাচ বরোদাতে। ১৪ জানুয়ারি ভারত খেলবে রাজকোটে। আর তৃতীয় ম্যাচটি ১৮ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারে একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন শুভমন গিল। এই সিরিজে অধিনায়ক হিসেবে তাঁর ফেরার কথা। যশস্বী জয়সওয়াল এখন ভারতীয় দলের প্রধান সম্পদ। তাই মনে করা হচ্ছে, জয়সওয়ালের সঙ্গে রোহিত শৰ্মাই ওপেনার হিসেবে মাঠে নামবেন। দলে অবশ্যই থাকবেন বিরাট কোহলি। মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ঋতুরাজ গায়কোয়াড হয়তো ফিরতে পারেন। তবে, ঋষভ পন্থের দলের থাকার সম্ভবনা বেশ কম।
সেক্ষেত্রে, প্রধান উইকেটরক্ষরের দায়িত্ব পালন করবেন কে এল রাহুল। দলে ফিরতে পারেন ঈশান কিশান। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরের নাম যে সিলমোহর পরবে, তা বলাই বাহুল্য। হয়তো বিশ্রামে রাখা হতে পারে হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে। পেস আক্রমণে হর্ষিত রানা ও আর্শদীপ সিং দলে থাকবেন। তাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের কাছে বড় পরীক্ষা।
Advertisement



