স্বামীর পরিচয়কে দূরে সরিয়ে রেখে রাজনীতির ময়দানে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। এরশাদের সামরিক শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মঙ্গলবার সকালে সেই লড়াইয়ের সমাপ্তি ঘটল। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ঢাকার সিসিইউতে ভর্তি ছিলেন। মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী সকাল ৬টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ফজর অর্থাৎ ভোরের নমাজের পরেই খালেদার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে। সূত্রের খবর, বয়সজনিত কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। এছাড়াও তাঁর একাধিক সমস্যা ছিল। সোমবারই খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যেরা জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
Advertisement
Advertisement
Advertisement



