• facebook
  • twitter
Wednesday, 24 December, 2025

দিটওয়ায় লন্ডভন্ড শ্রীলঙ্কাকে অর্থসাহায্য ভারতের

মঙ্গলবার শ্রীলঙ্কা সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঘূর্ণিঝড় দিটওয়ার সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে পেরে ভারত গর্বিত

প্রতিনিধিত্বমূলক চিত্র

সম্প্রতি ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শ্রীলঙ্কা। ঝড়ের দাপটে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রাণ হারান শতাধিক মানুষ। এই বিপর্যয়ের সময় দ্বীপরাষ্ট্রের পাশে দাঁড়ায় ভারত। শ্রীলঙ্কাকে সহায়তার জন্য ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করে দিল্লি। সি-১৩০ ও আইএল-৭৬ পরিবহণ বিমানে আধা সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠানো হয়।

মঙ্গলবার শ্রীলঙ্কা সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঘূর্ণিঝড় দিটওয়ার সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে পেরে ভারত গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবে দু’দিনের সফরে থাকা জয়শঙ্কর শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। তিনি ‘২০২২ সালের অর্থনৈতিক সংকট থেকে যখন শ্রীলঙ্কা বেরিয়ে আসছিল, ঠিক তখনই এই প্রাকৃতিক দুর্যোগ নতুন নতুন সমস্যা তৈরি করেছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে আমরা শ্রীলঙ্কা সরকারের সঙ্গে মিলে তাদের সমস্যাগুলি মোকাবেলা করব।’

Advertisement

জানা গিয়েছে, এই ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হবে সেখানে অনেকটা ছাড় পাবে শ্রীলঙ্কা। এছাড়া ১০০ মিলিয়ন মার্কিন ডলার হবে অনুদান। এই অর্থ মূলত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো পুনর্গঠনে ব্যবহার করা হবে। রাস্তা ও হাইওয়ে মেরামত, রেললাইন পুনর্নির্মাণ এবং সেতু তৈরির মতো প্রকল্পে ভারত সহায়তা করবে বলে জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কায় গণআন্দোলনের জেরে সরকারের পতন হয়। সেই সময় প্রায় দেউলিয়া অবস্থায় থাকা দ্বীপরাষ্ট্রকে আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছিল ভারত। বিপরীতে সেই সময় চিন অর্থ সাহায্য বন্ধ রাখলেও সম্প্রতি শ্রীলঙ্কাকে ফের ৫০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে বেজিং।

Advertisement