• facebook
  • twitter
Thursday, 25 December, 2025

বড়দিনে নিরাপত্তায় বিশেষ নজরদারি, পার্ক স্ট্রিট, ময়দান মেট্রোয় প্রবেশ ও প্রস্থানের গেট আলাদা

পার্ক স্টিট্র মেট্রো স্টেশনের পাশাপাশি ময়দান স্টেশনেও যাত্রী সুরক্ষার জন্য একই পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ

রাত পোহালেই বড়দিন। সেজে উঠেছে তিলোত্তমা। বছর শেষের উৎসবে মেতেছে শহর। মঙ্গলবার থেকেই পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে ভিড় জমতে শুরু করেছে। বড়দিনে সেই ভিড় যে মাত্রা ছাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে যাত্রীদের সুরক্ষায় বিশেষ জোর দিচ্ছে কলকাতা মেট্রো। পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের নিদির্ষ্ট কয়েকটি গেট শুধুমাত্র প্রবেশ ও প্রস্থান জন্য নির্ধারিত করে দিল মেট্রো কর্তৃপক্ষ।

মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ছে, ২৫ তারিখ বৃহস্পতিবার পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট (ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে), গেট নম্বর ২ ( ময়দান চত্বর), ও গেট নম্বর ৩ (বাজার কলকাতা আউলেটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। গেট নম্বর ৫ (মেয়ো রোডের কাছে), গেট নম্বর ৬ (কিড স্ট্রিটের কাছে) দিয়ে মেট্রো স্টেশনের বাইরে বেরতে পারবেন যাত্রীরা। এই দিন ৪ নম্বর গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

পার্ক স্টিট্র মেট্রো স্টেশনের পাশাপাশি ময়দান স্টেশনেও যাত্রী সুরক্ষার জন্য একই পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ময়দান স্টেশনের ২ নম্বর ও ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করা যাবে। শুধুমাত্র এক নম্বর গেট দিয়ে মেট্রোর বাইরে বেরতে পারবেন যাত্রীরা। শুধুমাত্র ২৫ তারিখ, বড়দিনের জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

বড়দিন ও বর্ষবরণের জন্য সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা। বো-বারাক, অ্যালান পার্কে ভিড় জমাচ্ছেন অনেকে। শীতের আমেজ মেখে ভরপুর উৎসবে মেতে উঠেছে কলকাতা। মেট্রো অনেকের কাছে সহজ যাতায়াতের মাধ্যম। সেই কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তার জন্য বড়দিনের দিন এই সিদ্ধান্ত মেট্রোর।

Advertisement