ডিসেম্বর— ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। দেশবাসীকে ‘ধৈর্য ও সংযম’ বজায় রাখার আবেদন জানান তিনি। হাদির মৃত্যুতে আগামী শনিবার শোকদিবস পালন করা হবে বলেও জানান ইউনূস। বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার আয়োজন করা হবে বিশেষ নমাজ প্রার্থনার। ওসমানের স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার নেবে বলেও জানান মুহাম্মদ ইউনূস।
ইউনূস বলেন, হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। তাঁকে হত্যা করে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। ‘শহিদ’-এর প্রতি সম্মান জানাতে তাঁর বার্তা, হাদির আদর্শ ও ত্যাগকে ধৈর্যে পরিণত করে নির্বাচন ও গণতন্ত্রের মঞ্চ থেকে লড়াই করতে হবে। গণতান্ত্রিক ভাবে সন্ত্রাসবাদীদের পরাজিত করেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিতে বারণ করেন তিনি।
Advertisement
Advertisement
Advertisement



