অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে ভারতের সুদর্শন চক্র বা এস-৪০০। ভারতের অন্যতম রক্ষাকর্তা এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এবার সতর্কবার্তা দিয়েছে ‘রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট অফ ডিফেন্স রিসার্চ’ তথা আরইউএসআই। এই ব্রিটিশ সংস্থা সতর্কবার্তা দিয়েছে, এস-৪০০ ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এতে চিনের প্রভাব রয়েছে। রাশিয়ার চিন নির্ভরতার কারণে এস-৪০০-র গোপন তথ্য ও দুর্বলতার জায়গাগুলি চিনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আজকের নয়। দীর্ঘসময় ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে একত্রে কাজ করে এসেছে এই দুই দেশ। বর্তমানে প্রতিরক্ষা ক্ষেত্রের ৬০ শতাংশ সামগ্রী ভারত রাশিয়ার কাছ থেকে কিনে থাকে। ।যুদ্ধবিমান থেকে শুরু করে নানা সরঞ্জাম রাশিয়ার কাছে থেকেই কেনে ভারত। এস-৪০০ ভারত পে.য়েছে রাশিয়ার কাছ থেকেই। এই আবহে আরইউএসআই-এর দাবি, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া এখন বহুলাংশে চিনের উপর নির্ভরশীল। জানা গিয়েছে, রুশ অস্ত্রের ৭০ শতাংশ কাঁচামাল চিন থেকে আমদানি করা হয়। ফলে ব্রিটিশ সংস্থাটির দাবি, রুশ প্রতিরক্ষা সামগ্রী ভারতের পক্ষে বিপদের হয়ে উঠতে পারে।
সমস্যার বিষয় হল,ভারতের পাশাপাশি রাশিয়া চিনকেও এস-৪০০ বিক্রি করেছে। জানা যাচ্ছে, গোপন চুক্তিতে রাশিয়ার কাছ থেকে ২০১৪ সালে এস-৪০০ কিনেছিল চিন। ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত চিন। ফলে উদ্বেগ বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তান ও চিনের ঘনিষ্ঠতার জেরে এস ৪০০ সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে শাহবাজ শরিফের কাছে। বিপাকে পড়তে পারে ভারত।