• facebook
  • twitter
Friday, 12 December, 2025

আজ সন্ধ্যায় এনডিএ সংসদ সদস্যদের সঙ্গে ডিনার মিটিং করবেন মোদী 

বাংলা-সহ অন্যান্য রাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে এনডিএ সংসদ সদস্যদের সঙ্গেও নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এনডিএ সংসদ সদস্যদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্র থেকে জানা যাচ্ছে, এই দিনের বৈঠকে বাংলা-সহ অন্যান্য রাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে এনডিএ সংসদ সদস্যদের সঙ্গেও নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এই ডিনার সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী আবাসে অনুষ্ঠিত হবে |ডিনারে অংশগ্রহণকারী সাংসদদের রাজ্য অনুযায়ী ভাগ করা হয়েছে, এবং সেই রাজ্যের মন্ত্রীদের নিজের রাজ্যের সাংসদদের সংসদ থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী আবাসে পৌঁছানোর এবং সেখানে বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ডিনার বৈঠকে এনডিএ সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী তাদের রাজ্যের নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে সূত্রের খবর। বিজেপি এই বৈঠককে নির্বাচনী ঐক্য এবং রাজনৈতিক শলা-পরামর্শের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে |

Advertisement

সূত্রের মতে, এই ডিনার বৈঠকে জোটের সব রাজনৈতিক দলের সিনিয়র মন্ত্রী, ফ্লোর নেতা এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন | বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে, যাতে রাজ্য নির্বাচনের আগে জোট তাদের কৌশলকে আরও ভালভাবে নির্ধারণ করতে পারে। সূত্রের মতে, এই ডিনার বৈঠকের উদ্দেশ্য হল জোট সহযোগীরা সৃজনশীল আদান-প্রদানের মাধ্যমে একত্রিত হয়ে নির্বাচনী ময়দানে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারে।

Advertisement

Advertisement