• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

৩ মাসের জন্য বন্ধ দার্জিলিঙের ‘গ্লেনারিজ’

মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে এই বেকারি। সেই কারণে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে মন খারাপ পর্যটকদের

দার্জিলিঙে গিয়ে গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে একটা অন্তত ছবি না তুললে কোনও পর্যটকের ভ্রমণ সফল হয় না। এবার সেই শতাব্দী প্রাচীন গ্লেনারিজ বেকারি বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, নিয়ম না মানায় গ্লেনারিজকে আপাতত তিন মাস বন্ধের নোটিস দিয়েছে প্রশাসন। মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে এই বেকারি। সেই কারণে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে মন খারাপ পর্যটকদের।
ব্রিটিশ আমলে প্রায় ১৩০ বছর আগে এই বেকারি স্থাপিত হয়। শুধুমাত্র বেকারি নয়, রেস্তোরাঁ ও বার হিসেবেও জনপ্রিয় গ্লেনারিজ। একধিক দেশি, বিদেশি সিনেমার শুটিংও সেখানে হয়েছে। অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘বরফি’ সিনেমার শুটিং গ্লেনারিজে হয়েছে। জানা গিয়েছে, বার ও লাইভ সঙ্গীত পরিবেশনের অনুমতিপত্র না থাকায় চলতি সপ্তাহে গ্লেনারিজকে ৯০ দিনের জন্য বন্ধের নোটিস দিয়েছে প্রশাসন। এর ফলে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ। অন্যদিকে, এই সংস্থার সঙ্গে যুক্ত প্রায় আড়াইশো কর্মীর জীবিকা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
সংস্থার মালিক তথা রাজনৈতিক নেতা অজয় এডওয়ার্ডস জানিয়েছেন, গ্লেনারিজের সমস্ত কাগজ ঠিক রয়েছে। বারে লাইভ মিউজিক প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফের মিউজিক চালু করার অনুমতি পেতে দার্জিলিঙের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি। এরপর প্রশাসনের তরফে নোটিশ দিয়ে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বন্ধ করে দেওয়া হয়। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি করেছেন অজয়।

Advertisement

Advertisement