আসন্ন আইপিএল ক্রিকেটের নিলামে হ্যারি ব্রুক নাম লেখাতে পারেননি। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ককে আইপিএল কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করলেন। বলা হয়েছে, ২০২৮ সালের আগে তিনি আইপিএল ক্রিকেটে অংশ নিতে পারবেন না।
২৫ বছরের ক্রিকেটার ২০২৩ সালে প্রথম আইপিএল খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সে বার ১১টি ম্যাচ খেলে ১৯০ রান করেন। একটি ম্যাচে শতরান করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। নিয়মিত হতে পারেননি প্রথম একাদশেও। ১৩ কোটি ২৫ লাখ টাকায় কেনা ব্যাটারকে ছেড়ে দেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। ২০২৪ সালের আইপিএলের বার তাঁকে ৪ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রতিযোগিতার আগে ব্রুক জানিয়েছিলেন, পারিবারিক কারণে খেলতে পারবেন না। গত নিলামেও ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। কিন্তু আইপিএল শুরু হওয়ার ১২ দিন আগে ব্রুক জানিয়ে দেন খেলতে পারবেন না। প্রতিযোগিতার আগে হঠাৎ সরে দাঁড়ানোর জন্য তাঁকে দু’বছরের জন্য সাসপেন্ড করেন আইপিএল কর্তৃপক্ষ।
Advertisement
আইপিএলের নিলামে দল পাওয়ার পর অনেক ক্রিকেটার খেলতে চান না। এতে দলগুলি সমস্যায় পড়ে। তাদের পরিকল্পনা ধাক্কা খায়। বিকল্প ক্রিকেটারেরও ব্যবস্থা করতে হয়। অধিকাংশ সময়ই সম মানের ক্রিকেটার পাওয়া যায় না। দলগুলির সমস্যাকে গুরুত্ব দিয়ে, আইপিএলের গত নিলামের আগেই কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নেন। তা হল, কোনও ক্রিকেটার দল পাওয়ার পর যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাঁকে দু’বছরের জন্য সাসপেন্ড করা হবে। তিনি আইপিএলে অংশ নিতে পারবেন না। ফলে ব্রুককেও সাসপেন্ড করা হয়। ২০২৭ সাল পর্যন্ত ব্রুক আইপিএলে নিষিদ্ধ। সে কারণেই এ বার নিলামে নাম নথিবদ্ধ করাতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে এই শাস্তি পেয়েছেন ব্রুক।
Advertisement
এদিকে বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকি আল হাসান আইপিএল ক্রিকেট থেকে উপেক্ষিত। এখনও পর্যন্ত যে ৩৫০ জনের ক্রিকেটারের নামের তালিকা তৈরি হয়েছে, তাতে তিনি বাদের তালিকায় চলে গেছেন। নিয়মানুযায়ী চূড়ান্ত তালিকায় যেখানে পেয়েছেন ৩৫০ জন খেলোয়াড়, সেখানে শাকিবের প্রতি কোনও দলই দরপত্র জমা দেয়নি। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হচ্ছে এ বছরের আইপিএল নিলাম। পরপর দু’বছর আবুধাবিতেই এই নিলামের আসর বসছে। শোনা গেছে প্রাথমিক তালিকায় থাকা শাকিব নিজের বেস প্রাইজ রেখেছিলেন ১ কোটি টাকা। এত টাকা দিয়ে কেউ শাকিবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন।
Advertisement



