• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ফ্রিজ অ্যাকাউন্ট খোলার আর্জি জানিয়ে আদালতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর নিজের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ইডি

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর নিজের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ইডি। অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে জীবনযাপনে সমস্যায় পড়তে হচ্ছে পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায়কে। এই অভিযোগে অ্যাকাউন্টগুলি ফের খুলে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন অর্পিতা। গত মাসে নগর দায়রা আদালতে আবেদন জানান। সোমবার এই মামলার শুনানিতে নিজের আইনজীবীকে নিয়ে আদালতে উপস্থিত হন অর্পিতা। তবে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলার কোনও নির্দেশ দেওয়া হয়নি আদালতের তরফে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জানুয়ারি।

নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে ২০১৪ সালে। আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলি ২০০৪ সালের। তখন এই নিয়োগ মামলার কোনও অস্তিত্ব ছিল না।  সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট গুলি বন্ধ রাখার কোনও যুক্তি নেই। এই যুক্তি নিয়ে আদালতের দ্বারস্থ হন অর্পিতা। সোমবার এই মামলার শুনানিতে অর্পিতার আইনজীবী গোপাল হালদারের বক্তব্য, ‘নিয়োগ মামলা প্রকাশ্যে আসে ২০১৪ সালে। ২০২২ সালে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। অথচ ওই ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ২০০৪ সালের। এর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই।
আর অর্পিতা তো কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। সেই সময় অভিনয় ও মডেলিং করে আয় করতেন তিনি। ওই টাকা যে দুর্নীতির টাকা, তারও কোনও প্রমাণ নেই।’ কোনও কাজকর্ম না থাকায় ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ রাখার কারণে খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনযাপনের খরচ জোগাতে সমস্যা হচ্ছে তাঁর মক্কেলের, আদালতে এমনটাই জানিয়েছেন আইনজীবী।
এই প্রসঙ্গে অর্পিতা বলেন, ‘সমস্যা তো হচ্ছেই। জীবন চালানোর জ‍ন‍্য তো নিজের কিছু দরকার, এখন সেভাবে কিছু নেই। ফলে অসুবিধা হচ্ছে। তবে এগুলো আদালতের ব‍্যাপার। ইডি আধিকারিকরা মনে করেছেন তাই অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন। আদালতে আবেদন করেছি। দেখা যাক কী হয়।’ এর পাশাপাশি অর্পিতাকে পার্থর সঙ্গে কথা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন করলে তিনি এবিষয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement

Advertisement

Advertisement