যোগী আদিত্যনাথের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার রাজ্যজুড়ে অবৈধ মাদক চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। বেআইনি মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমন করতে এই পদক্ষেপকে প্রশাসন নজিরবিহীন বলেই মনে করছে। রাজ্যে অপরাধের লাগাম টেনে ধরতে এবং আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
২০২৫-২৬ অর্থবর্ষে (অক্টোবর ২০২৫ পর্যন্ত) উত্তরপ্রদেশের আবগারি দপ্তর অবৈধ মদ পাচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। এই সময়ে মোট ৭০,০১৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৮.৫ লক্ষ লিটার বেআইনি মদ। অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত ১৩,২৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে ২,৪৬৪ জনকে জেলে পাঠানো হয়েছে।
Advertisement
নভেম্বর মাসেও অভিযান অব্যাহত থাকে। এক মাসে উদ্ধার হয় ২.৩৫ লক্ষ লিটার বেআইনি মদ এবং আরও ১০,০০২টি মামলা দায়ের করা হয়। আবগারি দপ্তরের দাবি, মদ পাচার রোধে এই অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে। ২০২৫-২৬ অর্থবর্ষে অক্টোবর পর্যন্ত অবৈধ মদ পাচারের বিরুদ্ধে মোট পাঁচটি বিশেষ অভিযান চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এরপর ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আরও একটি বৃহৎ অভিযান—ষষ্ঠ দফার তল্লাশি—চলছে রাজ্যজুড়ে।
Advertisement
এই সমস্ত অভিযানে এখন পর্যন্ত ২০,৫৯০টি মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫.২ লক্ষ লিটার বেআইনি মদ। পাশাপাশি পাচারচক্রের কাজে ব্যবহৃত ২৩টি গাড়ি আটক করা হয়েছে। প্রশাসনের দাবি, মদ পাচার রোধে এই অভিযান আরও তীব্র করা হবে।
আন্তঃরাজ্য মদ পাচারকারী চক্রের বিরুদ্ধেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রশাসনিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে সোনভদ্রায় ১৮,৪৯১ লিটার, মথুরায় ৯,৯১৩ লিটার এবং লখনউতে ৭,২৪৭ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
একক অভিযানে সবচেয়ে বড় উদ্ধার হয়েছে রামপুরে ৬২,৯৫০ লিটার, বরেলিতে ৫৯,৪৫১ লিটার এবং লখিমপুর খেরিতে ৫৫,৬৯৭ লিটার। পুলিশ বলছে, এই ধারাবাহিক তল্লাশি অভিযানের ফলে রাজ্যের মদ মাফিয়া চক্র কার্যত বড় ধাক্কা খেয়েছে। এই কঠোর পদক্ষেপের জেরে অবৈধ মদ ব্যবসার জাল ভেঙে পড়েছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান আরও জোরদার হবে বলে প্রশাসন সূত্রের দাবি।
Advertisement



