ফ্রান্সের সেন্ট-অ্যানের শোয়েলচার স্কোয়ারে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বহু মানুষ সেখানে ভিড জমিয়েছিলেন। নাচ-গানও চলছিল। আচমকাই সেই রাস্তায় ভিড়ের উপর উঠে পড়ে বেপরোয়া একটি গাড়ি। চোখের নিমেষে পিষে দেয় একের পর এক মানুষকে। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ির চালককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতা শোরগোল পড়ে যায়। ভয়ে এদিকে ওদিকে ছুটতে থাকেন বহু মানুষ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কী করে গাড়িটি অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। যদিও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
Advertisement
Advertisement
Advertisement



