• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শনিবার মরসুমের শীতলতম দিন, কলকাতার তাপমাত্রা কমল তিন ডিগ্রি

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম

শনিবার তাপমাত্রা এক ধাক্কায় নামল তিন ডিগ্রি। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম।

শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম ছিল। তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মরশুমের শীতলতম দিন ছিল।  জেলায় জেলায়ও বাড়ছে শীতের দাপট। আগামী কয়েকদিন এমন আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর দপ্তর।

Advertisement

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০-৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রার ওঠানামার ফলে কুয়াশার সম্ভাবনা। ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

Advertisement

পশ্চিমী শীতল হাওয়ার প্রভাবে রাজ্যে জাঁকিয়ে পড়তে চলছে ঠান্ডা। আগামী সাত দিন জুড়ে আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটা নেমেছে এবং আরও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে সপ্তাহান্তে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শীতের আমেজ আরও বাড়বে।

উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং ত্রিপুরার ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি নতুন একটি প্রভাবশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও নেমে গেছে। আপাতত পাঁচ দিন বড় কোনও তাপমাত্রার পরিবর্তন না হলেও শীতের অনুভূতি বজায় থাকবে।

বঙ্গোপসাগরের উপরেও এই মুহূর্তে আর তেমন কোনও নিম্নচাপ অঞ্চল নেই। ফলে উত্তুরে হাওয়ার পথেও কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায় সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। শনিবার ভোরের দিকে কলকাতাতেও হালকা কুয়াশার দেখা মিলেছে। এই জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৯৯ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যেও এবার স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা পড়বে বলে খবর। উত্তর ভারতে তুলনামূলক ভাবে বেশি ঠান্ডা পড়বে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থার একটি রিপোর্ট। লা নিনার প্রভাবে উত্তর ভারতের বেশি কিছু এলাকায় শীত দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস রয়েছে। শৈত্যপ্রবাহের আধিক্যও দেখা যাবে।

 

Advertisement