দু’দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাতে তিনি দিল্লিতে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জন্য নিজের বাসভবনে নৈশভোজের আয়োজন করেন। আর শুক্রবার পুতিনের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করেছেন।
কিন্তু এই নৈশভোজকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। কারণ, রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেতা ও তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরকে, কিন্তু আমন্ত্রণ পাননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
Advertisement
কংগ্রেসের অভিযোগ, দেশের বিরোধী দলের শীর্ষ নেতাকে না ডেকে শুধু শশী থারুরকে আমন্ত্রণ জানানো রাজনৈতিকভাবে প্রশ্নের সৃষ্টি করেছে। শশী থারুর অবশ্য জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং অনুষ্ঠানে উপস্থিতও থাকবেন। তিনি বলেছেন, ‘আমি জানি না কেন বিরোধী দলনেতাকে ডাকা হল না, আর আমি এও জানি না কীসের ভিত্তিতে এই আমন্ত্রণ করা হয়েছে।’
Advertisement
প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জে ভারতের হয়ে কূটনৈতিক কাজের অভিজ্ঞতা রয়েছে থারুরের। এছাড়াও, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও অভিজ্ঞতা রয়েছে শশীর। শুক্রবারের নৈশভোজে পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন।
Advertisement



