• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্বাসনালীতে আটকে আলপিন, অস্ত্রোপচারে বাঁচল নাবালিকার প্রাণ

খেলতে খেলতে আচমকাই একটি আলপিন গিলে ফেলেছিল ৭ বছরের এক নাবালিকা

খেলতে খেলতে আচমকাই একটি আলপিন গিলে ফেলেছিল ৭ বছরের এক নাবালিকা। সঙ্গে সঙ্গে কাশি ও বুকে ব্যথা শুরু হয় তার।  পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে দ্রুত তাকে নিয়ে আসে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এক্স রে করে দেখা যায় খাদ্যনালী নয়, আলপিনটি নাবালিকার শ্বাসনালীর ভিতরে ঢুকে গিয়েছে। দেরি না করে হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচার করে আলপিনটি শ্বাসনালী থেকে বের করার ব্যবস্থা করেন। মাত্র ১৫ মিনিটের এই অপারেশনে প্রাণ বাঁচে ওই নাবালিকার।
ইএনটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ দীপ্তাংশু মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই নাবালিকার বয়স ৭ বছর। তার বাড়ি হাওড়ার শিবপুরে। খেলার সময় একটি আলপিন গিলে ফেলে সে। কিছুক্ষণের মধ্যেই তার কাশি শুরু হয়। তারপর বাড়তে থাকে বুকে ব্যথা। এক্স রে করে দেখা যায়, পিনটি বিপজ্জনকভাবে শ্বাসনালীতে আটকে রয়েছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশন না করালে পরিস্থিতি আরত জটিল হয়ে পড়ত। সেই কারণ ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচার করা হয়।
জানা গিয়েছে, ফরসেপ দিয়ে শ্বাসনালীর ভিতর থেকে আলপিনটি টেনে বের করে আনা হয়েছে। পিনটি আর একটু এগিয়ে ফুসফুসে ঢুকলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারত। ওই নাবালিকাকে সম্পূর্ণ অচেতন করে অপারেশন করেন চিকিৎসকরা। মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ হয় অপারেশন। ইএনটি বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ শুভজিৎ মুখোপাধ্যায় ও সোমদত্তা ঘাঁটী অপারেশনের টিমে ছিলেন। এছাড়াও অ্যানাস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডাঃ রবীন্দ্রনাথ মণ্ডল ও ডাঃ সুমিত গোস্বামী। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তাকে সাধারণ শয্যায় স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

Advertisement