• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিল্পের সন্ধানে পুরুলিয়ায় এমএসএমই ক্যাম্প

পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, ‘দুই সপ্তাহ ধরে বিভিন্ন ব্লক এলাকায় ক্যাম্প হওয়ার পরে আজকে জেলা স্তরের এই অনুষ্ঠানের আয়োজন।'

নিজস্ব চিত্র

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছে রাজ্য সরকার। তাই শিল্পের সন্ধানে এমএসএমই ক্যাম্প হল পুরুলিয়ার ইনডোর স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের উদ্যোগে একদিবসীয় জেলাভিত্তিক কর্মশালার উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর। অতিরিক্ত জেলাশাসক ও পুলিশের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের আধিকারিকরা। ব্লক স্তরের পর আজ জেলা স্তরের এই একদিনের কর্মশালায় একদিকে যেমন প্রদর্শনীর আয়োজন করা হয় তেমনি বিভিন্ন সংস্থার হাতে সরকারি পরিষেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর বলেন, ‘দুই সপ্তাহ ধরে বিভিন্ন ব্লক এলাকায় ক্যাম্প হওয়ার পরে আজকে জেলা স্তরের এই অনুষ্ঠানের আয়োজন। এখানে পরিষেবা প্রদানের পাশাপাশি স্টলগুলি আমরা ঘুরে দেখলাম। বিভিন্ন হাতের কাজ খুব ভালো হয়েছে। প্রত্যেক ব্লক থেকেই মানুষ তাঁদের হাতের কাজ ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন।’ পুরুলিয়া জেলা শিল্পীরা রাজ্য এমনকি জাতীয় স্তরেও তাঁদের তৈরি জিনিসপত্র প্রদর্শনীতে নিয়ে যান। রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকমভাবে সাহায্য করা হয়।

Advertisement

Advertisement

Advertisement