একেই বলে ক্রিকেটের রাজা। আর রাজা উপাধিটা বলতেই বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে দীর্ঘদিন বাদে খেলতে নেমে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন জাত ক্রিকেটার কাকে বলা হয়। শুধু শুধু একজন ক্রিকেটার দর্শকদের কাছ থেকে রাজা সম্বোধনটা পান না। বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন, খেলায় কতটা অধ্যবসায় থাকলে ক্রিকেটের এমন জায়গায় পৌঁছনো যায়। ধোনির শহর রাঁচিতে ভারতীয় দলের হয়ে খেলতে নেমে বিরাট কোহলি দুরন্ত শতরান উপহার দিয়েছেন। সেই শতরানের উপর ভর করে ভারতীয় দল রানের পাহাড় গড়েছিল। অবশ্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ওই রানকে তাড়া করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হয়। পরপর দুটো টেস্টে হেরে যাওয়ার পরে স্বাভাবিকভাবে একদিনের ক্রিকেটের প্রতি সবার নজর ছিল। যদি ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারে, তাহলে আত্মবিশ্বাস খেলা করবে ড্রেসিংরুমে। তাই হল। ভারতের জয় আসাতে স্বাভাবিকভাবে উজ্জীবিত পুরো ব্রিগেড।
সেই আত্মবিশ্বাসে রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে বিরাট কোহলি আবার রাজার ভূমিকায়। প্রথম একদিনের ম্যাচের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচেও আবার শতরান বিরাটের ব্যাট থেকে। যে সব সমালোচকরা এতদিন ধরে বিরাট কোহলিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, তাঁদের বিরাট বুঝিয়ে দিয়েছেন, কত ধানে কত চাল। এই প্রবাদ বাক্যটাকে সার্থক রূপ দিয়ে বিরাট কোহলি তার সার্থকতার মূল্যায়ন করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচে শতরান করার পরে বিরাট এখন রেকর্ডেরও রাজা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা তিনটি একদিনের ম্যাচে শতরান করলেন বিরাট। যতগুলি মাঠে শচীন তেণ্ডুলকর শতরান করেছেন, সেই জায়গায় কোহলিও পৌঁছে গেলেন। আর এই মুহূর্তে কোহলিকে ধরাছোঁয়ার বাইরে। তিনি একদিনের ক্রিকেটে ৫৩টি শতরান করলেন। এই নিয়ে পরপর দু’টি ইনিংসে শতরান করার কৃতিত্ব কোহলির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সাতটি সেঞ্চুরি কোহলির ব্যাটে লেখা হয়ে গেল। আবার একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করার কৃতিত্ব রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ১০টি ম্যাচে শতরান করেন তিনি। বিশ্বের এইরকম নজির কোহলি ছাড়া ভারতের শচীনের নামটা পাশাপাশি দেখা যায়। তৃতীয় উইকেটে খেলতে নেমে যে রান যোগ করলেন বুধবার কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়, তা ভারতের সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
Advertisement
২০১০ সালে গোয়ালিয়রে শচীন ও দীনেশ কার্তিক জুটির ১৯৪কে টপকে গেলেন। রানের এই দৃশ্যপট তৈরি করতে পারেন একমাত্র বিরাট কোহলি। তাই বিরাটকে নিয়ে যাঁরা সমালোচনা করেন, তাঁরা যে একেবারেই ভুল পথে এগিয়ে থাকেন, তা প্রমাণিত হয়ে গেল রায়পুরের মাঠে। তাই তো বিরাট কোহলি (১০২ রান) আউট হয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়িয়েছেন, তখন দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন, দাবি করলেন আগামী একদিনের বিশ্বকাপ ক্রিকেটে বিরাট কোহলিকে চাই।
Advertisement
এদিকে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে মাত্র একটা জয় পেয়েছিল ভারত, সেই ম্যাচে বিরাটই রান করেছিলেন। শতরানও করেন। তাই আইসিসি একদিনের ক্রমতালিকায় অনেকটাই এগিয়ে গেলেন বিরাট। তবে, সিংহাসনে এখনও বসে আছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১২০ বলে ১৩৫ রান করেন বিরাট। যার ফলে শুভমন গিলকে পিছনে ফেলে আইসিসি ক্রমতালিকায় একধাপ উপরে উঠে আসেন বিরাট। এখন তাঁর জায়গা হয়েছে চতুর্থ। তাঁর রেটিং দেখে আগামী দিনে বিরাট যে আরও ভালো জায়গায় পৌঁছবে, তা বলার প্রয়োজন নেই।
ক্রমতালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরাং। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিকেট তারকা ডারিল মিচেল। অবশ্য প্রথম দশের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ার।
তাঁর স্থান নবমে।
Advertisement



