• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

ইন্ডিয়া জোটের বৈঠকেও যোগ দেন তৃণমূল সাংসদরা

নবান্ন থেকে রাজ্যের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি তুলে ধরে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্র সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আগেই কেটে নিচ্ছে কেন্দ্র।’ এর পাশাপাশি কোন কোন খাতে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তারও বিস্তারিত হিসেব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ সংসদ ভবন চত্বরে মোদী সরকারের বৈষম্যমূলক নীতির জন্য বঞ্চনার শিকার বাংলা নিয়ে সরব হয় তৃণমূল। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এরই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। এদিন বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, জুন মালিয়া-সহ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা।
বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেয় তৃণমূল। উল্লেখ, গত সোম ও মঙ্গলবার এই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল | শীতকালীন অধিবেশনে বিরোধীদের রণকৌশল কী হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে নয়া শ্রম আইনের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। এই বিক্ষোভে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের পাশাপাশি তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় ও রাজ্যসভার সাংসদ দোলা সেন।

Advertisement

Advertisement