সম্প্রতি কুয়েত থেকে হায়দরাবাদগামী একটি বিমানকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই বিমানে মানব বোমা রয়েছে বলে হুমকি বার্তায় দাবি করা হয়। এই কারণে মুম্বই বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাত একটা ছয় মিনিটে কুয়েত থেকে উড়েছিল ইন্ডিগো বিমানটি। বিমান হায়দরাবাদগামী ছিল। কিছু সময় উড়ার পর হায়দরাবাদ বিমানবন্দরে একটি হুমকি ই-মেল আসে। এতে বলা হয়, বিমানে মানব বোমা আছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বিমানটির গতিপথ পরিবর্তন করা হয় এবং মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি মঙ্গলবার সকাল আটটা দশ মিনিটে অবতরণ করে।
Advertisement
বিমান অবতরণের পর নিরাপত্তাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। বিমান পার্কিং জোনে নিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের নামিয়ে গোটা বিমানের তল্লাশি চালানো হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি বোমা খুঁজে বের করার দলও অংশ নেন। এখনও তল্লাশিতে কিছু উদ্ধার হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
Advertisement
বোমাতঙ্কের এই ধরনের ঘটনা প্রথম নয়। গত ২৩ নভেম্বরও একই রকম ঘটনা ঘটে। সেবার বাহরাইন থেকে হায়দরাবাদগামী বিমানটিকে মুম্বইয়ে ঘুরিয়ে আনা হয়েছিল বোমা হুমকি পাওয়ার কারণে। পরে পুলিশি তদন্তে জানা যায়, সেটি ভুয়ো হুমকি ই-মেল ছিল। এই ঘটনায় অনুমান করা হচ্ছে, এবারও সেই ধরনের ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
Advertisement



