দিঘা থেকে কলকাতায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি হয়েছে নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের বাখরাবাদে। আচমকা চলন্ত বাসটির চারটি চাকা পরপর খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে যায় বাসটি। গাড়িতে থাকা ১০ জন যাত্রী গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় আহত ১০ জন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে। এরপর বাসটিকেও থানায় নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ কলকাতাগামী বাসটি বাখরাবাদে এসে পৌঁছলে প্রথমে বাসের একটি চাকা খুলে যায়। এরপর আরও তিনটি চাকা খুলে যায়। সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গড়িয়ে পড়ে যায়। আহত হন ১০ জন। দুর্ঘটনার পরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়িন্ত্রনে আনে। কেন দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বাসটি দ্রুত গতিতে চলার কারণে এমন হল নাকি কোনও যান্ত্রিক ত্রুটি ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
Advertisement
Advertisement
Advertisement



