ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের এই সফর জাঁকজমক পূর্ণ ও ফলপ্রসূ হবে বলে দাবি করেছেন ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা। এই বছরের শেষের দিকে ভারত সফরে আসতে চলেছেন পুতিন। এই সফর নিয়ে ইতিমধ্যেই রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক হয়েছে। এনার্জি, ডিফেন্স–টেক ও পেমেন্ট সিস্টেমে বড় চুক্তির জল্পনা। ইউক্রেন–যুদ্ধের প্রেক্ষিতে সফরটি কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০২৩ সালে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হয়। দুই দেশের সংঘাত এখনও চলছে। শান্তি চুক্তির জন্য বার বার আলোচনা হলেও কোনও সমাধান হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২৮-দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। তবুও দুই দেশের যুদ্ধ পরিস্থিতির অবসান হয়নি।
Advertisement
অন্যদিকে রাশিয়া থেকে খনিজ তেল কেনার ব্যাপারে ভারতের উপর চাপ তৈরি করেছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চরা শুল্ক চাপায়। একদিকে ইউক্রেনের যুদ্ধ আরেকদিকে ট্রাম্পের চোখ রাঙানির আবহে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে।
Advertisement
এর আগে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোদী ও পুতিন পার্শ্ববৈঠক হয়। গত বছর জুলাইয়ে রাশিয়াও সফরে গিয়েছিলেন মোদী। সেই সময় পুতিনকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। এরপর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত যাবেন পুতিন।
Advertisement



